ব্যালকনিতে একাকী বসে চা খাচ্ছিলাম।
গ্রিলে লতানো নীল অপরাজিতা আমাকে
পড়ন্ত বিকালে একা পেয়ে চটুল প্রেমিকার
মতো জিজ্ঞেস করল-আচ্ছা বলুন তো,
আকাশ এত নীল কেন?
আমি জবাব দিলাম, নীলের তরঙ্গ দৈর্ঘ্য
কম, তাই নীলের বিক্ষেপনও বেশি।
হেমন্তের মৃদু বাতাসে সে প্রজাপতির পাখার
মতো ওপর-নিচ চোখ নাচিয়ে বলল,
আপনি কবি, নাকি আলোক বিজ্ঞানী?
আমার মন ভুলাতে চান, তাই না?
তার কথা শুনে আমি খুব ঘাবড়ে গেলাম।
তারপর পূবালী হাওয়ায় নীল অপরাজিতা
আমার দিকে হাত প্রসারিত করে বলল-
আসলে নীলের ভালোবাসার গভীরতা
কম, তাই প্রকাশ বেশি।
যেমন ধরুন, আমি। আজ দিন ফুরানোর
আগেই আমি ফুরিয়ে যাব।