আমাকে আকাশে উড়তে দেখে
পাখিরা মেঘের কাছে নালিশ দেয়।
তাদের অভিযোগ-আমি অনুপ্রবেশকারী।
এরপর আমাকে আকাশ থেকে বের করে
দেওয়া হলো। আমি সুতাকাটা ঘুড়ির মতো
ঘুরতে ঘুরতে কোনোরকমে মর্তে
নেমে এলাম।
এবার গুল্ম ও ঘাসেরা আমাকে দেখে
খুব বিরক্ত হলো। তারাও আমাকে নেবে না।
দলবেঁধে তারা গরুর কাছে নালিশ দিল।
একটা তাগড়া গরু আমাকে তাড়িয়ে
জলে নামাল।
এরপর জলে বাস করা এক ঝাঁক পিরানহা
আমাকে সুস্বাদু উপহার ভেবে খেয়ে ফেলল।
আমার বিচ্ছিন্ন হাড়-হাড্ডিরা খুশিতে
মাথা নুইয়ে জলকে প্রণাম করে।
এ নিষ্ঠুর পৃথিবীতে কে কাকে নেয়?
তবুও জল আমাকে তো নিল।