প্রাণেরা বেঁচে থাকে
জড় থেকে জড়তে
বিনিসুতার মালায়।
.
আমিও ছিলাম জড়।
আমাকে গেঁথেছে প্রাণ
সময়ের অনুকম্পায়।
.
আমি নিঃসীমে বেঁচে
রই প্রজন্মের দাসত্ব
নিয়ে।
.
বুঝি আমি-
আমি মানে আমি নই,
আমাতেই প্রবাহিত
যুগান্ধ সময়।