জন্মের শুরুতে আমি জন্মের বিরুদ্ধে ছিলাম।
মাতৃজঠরের আঁধার থেকে
আলোয় এসে খুব কেঁদেছিলাম।
এখন আমার আলোময় সত্তুর।
এখন আমি পুরোপুরি মৃত্যুর বিরুদ্ধে।

এ দীর্ঘ সময় আমি সফল পরিব্রাজক
হয়ে পৃথিবীর মেঠো প্রান্তরে হেঁটে হেঁটে
ফুলের পাপড়ির মতো ইতিহাস কুড়িয়েছি।
এখন আহরিত পুষ্পের সৌরভ উপভোগ
করতে বেঁচে থাকাটা আমার খুব বেশি
প্রয়োজন।

বৃক্ষের ছায়া যেমন কার্তিকের সূর্যরশ্মির
সাথে লুকোচুরি খেলে, আমিও তেমনি
এই হেলে পড়া জীবনে মৃত্যু নামক
এক অকাট্য সত্যের সাথে হররোজ
চোর-পুলিশ খেলি।

এখন আমার কাছে জীবনের মূল্য-অমূল্য
নিতান্ত স্বার্থপরের মতো জীবন ছাড়া
বিকল্প কিছু ভাবতে এখন আমার বিন্দুমাত্র
ইচ্ছে করে না।

জন্মের সময় আমি জন্মের বিরুদ্ধে ছিলাম।
এখন আমি
পুরোপুরি
মৃত্যুর বিরুদ্ধে।