জো বাইডেন
মোঃ মোস্তাফিজুর রহমান

আমেরিকার মসনদে এলো
নতুন এক কাপ্তান,
ময়ূরপঙ্খি সাজে সাজিয়ে
বিজয়ের সাম্পান!

দীর্ঘদিনের সাধনা তাঁর
বাস্তবে রূপ নিলো,
আমেরিকার জনগণ তাকে
মৌন ভোটটি দিলো।

শান্ত থেকে যুদ্ধে জেতা
শেখালেন বাইডেন,
দৃঢচেতা মনোবলে তিনি
বিজয় আনলেন!

স্বাগত জানাই মোরা সবে
বিশ্বের জনগণ,
শান্তিপূর্ণ বিশ্ব গড়তে
চাই যে তোমার পণ!

যুদ্ধের খেলা ভুলে তুমি
শান্তি-সাম্য আনো,
হে বিজয়ী জো বাইডেন
বিশ্বকে বুকে টানো।

তারিখঃ ০৬/১১/২০২০ঃ৪ঃ১৭
জো বাইডেন, স্বপ্নের বাংলাদেশ।