শীতের কথোপকথন
------------মো. মোস্তাফিজুর রহমান
কুয়াশা আজ ঢের বেশি
শীতের প্রকোপ ভারী,
গরম কাপড় কম যে গায়ে
সেথায় শীতের আড়ি।
দিচ্ছে সেথায় মরণ কামড়
ভেংচি কেটে দাঁতে,
ঠক-ঠকিয়ে কাঁপছে তারা
আঘাত পেয়ে আঁতে।
দেয় নি কেহ হাত বাড়িয়ে
একটু গরম পরশ,
তাই'তো তারা শোষছে কেবল
শীতের তিক্তো রস।
তিক্তো রসে চলন বলন
ক্লান্তিতে আসে ঘুম,
কানের কাছে সশব্দে বলে
কপালে আঁকছি চুম।
ঘুমাও তুমি সবার হেলায়
কেউ না নিলেও খোঁজ,
আমি আছি তোমার সাথে
দেখা হবেই রোজ!
তারিখঃ ০৩-০১-২০২৫:১০ঃ০১ এএম
শীতের সকালে আমার চোখে।