তোমার জন্মদিনে
মোঃ মোস্তাফিজুর রহমান
তুমি এলে আলো জ্বেলে
সুন্দর এই ভুবনে
তুমি বিনে আমার ধরা
সাজাবো কেমনে।
তুমি এলে চন্দ্রালোকের
ঐশী শুভক্ষণে
রক্তজবার অঞ্জলি দেই
তোমার জন্মদিনে।
তুমি ছাড়া অপূর্ণ আমি
বলতে দ্বিধা নাই
স্বর্গ সুখের অনুভব যে
তোমার মাঝে পাই।
জন্মদিনে প্রিয়া আমি
স্রষ্টাকে জানাই
তুমি আমার পরম বন্ধু
আর তো চাওয়া নাই।
তোমার হায়াত বর্ধিত হোক
এই মোনাজাত করি
জীবন নদীর মাঝে তুমি
আমার সোনার তরী।
ইসলামেরই আলোয় গড়ো
সুন্দর এই জীবন
পরম সুখে রাখুক আল্লাহ
তোমার সারা অঙ্গন।