ট্রফি হবে কা'র

মোঃ মোস্তাফিজুর রহমান

কোপা এবার ওঠছে জমে
আসছে ফাইনাল,
কে হাসবে'রে অট্টহাসি
কে হবে ইমোশনাল!

আর্জেন্টিনা দলে আছে
বিশ্বসেরা মেসি,
ব্রাজিল টিমে দাপিয়ে খেলে
নেইমার'ই তো বেশি।

দু'দলেই তো তারকাদের
ভীষণ ছড়াছড়ি,
লড়াই হবে হাড্ডাহাড্ডি
নজর নিবে কাড়ি।

বিশ্বজুড়ে সাপোর্টারদের
পতাকা'র বাহার,
বোদ্ধা সকল ভাবছে বসে
ট্রফি হবে কা'র?

তারিখঃ ০৯ জুলাই ২০২১ঃ০৭ঃ১৮পিএম
ট্রফি হবে কা'র, শান্তির বিশ্ব, স্বপ্নের বাংলাদেশ।