ত্রাণ ও করোনা
মোঃ মোস্তাফিজুর রহমান
করোনা দূর্যোগে নাকাল ত্রাণ
জেগে উঠে ধনাঢ্য প্রাণ
মানব কল্যাণে করো দান
সাধ্যমতো বিলিয়ে যান।
করোনা ভাইরাস মহামারি
ত্রাণে হচ্ছে চুরিচামারি
সচেতন হন তাড়াতাড়ি
জোরছে চলুক খবরদারি।
অন্নবস্ত্র চিকিৎসায় ত্রাণ
চাচ্ছে সকল ভুখাপ্রাণ
ত্রাণে কেন অপমান
ত্রাণ নয় তো অনুদান।
নিরাপত্তা বজায় রাখি
করোনা ঝুঁকি মুক্ত থাকি
মানবজাতির ধ্বংস রুখি
বিধাতা তুমি দিলে একি!
ত্রাণের সুষ্ঠ বণ্টন চান
আক্রান্ত আরোগ্যে লড়ে যান
মৃত আত্মার ক্ষমা চান
স্বজনে সহানুভূতি বাড়ান।
ধনাঢ্য আজ দৃষ্টিহীন
গরিব দুঃখির মুখ মলিন
দিনকাটে যে অন্নহীন
ত্রাণ লুন্ঠনে বাধা দিন।
তারিখঃ ০২/০৫/২০২০
করোনা'কাল-লকডাউন-কোয়ারেন্টাইন,চট্টগ্রাম।