তারুণ্যের চেতনা
মোঃ মোস্তাফিজুর রহমান
হে বিপ্লবী কালপুরুষ
শৃঙ্খল ভেঙে তুমি,
মুক্ত করতে চেয়েছিলে
বন্দী আবাস ভুমি।
তুমি টগবগে অগ্নিশিখা
তারুণ্যের চির চেতনা,
লড়েছ তুমি উপড়ে দিতে
পরাধীনতার বেদনা।
উনিশে তুমি চির উদ্দীপ্ত
মঞ্চে মুক্তির হাসি,
ভারতবর্ষ স্বাধীন করিতে
বরণ করিলে ফাঁসি।
তারিখঃ ১১/০৮/২০২০
তারুণ্যের চেতনা, ক্ষুদিরাম বসু, স্বপ্নের বাংলাদেশ।