ট্যাগ

মোঃ মোস্তাফিজুর রহমান

নিজের মত চলো ভাই
ট্যাগের কোনো দরকার নাই।
তুমি যদি করো'ই ট্যাগ
আমি কিন্তু দিবো ব্যাক!

তুমি যাহা ভালো ভাবো
আমিও কি? তাহা খাবো!
তোমার মনের ভাবনা যতো
প্রকাশ করো তোমার মতো।

অন্যের ঘাড়ে ট্যাগের ভার
চাপিয়ে তুমি চলো দুর্বার।
কত বড় ধৃষ্টতা তোমার!
বলতে দেখি জিহ্বা ভার!

রাখো ট্যাগের নাটক তুমি
তোমার ট্যাগকে নাহি চুমি!
ন্যাকামো এবার রাখো সবে
তোমার ট্যাগ তোমার'ই রবে।

যত্তসব আহাম্মক!
হও এখনো আত্মক!

তারিখঃ ০৬/১০/২০২০ঃ৩ঃ০২পিএম
ট্যাগ, চট্টগ্রাম,  স্বপ্নের বাংলাদেশ।