সোনার সংসার
মোঃ মোস্তাফিজুর রহমান
চলও না মনকে মজায়
ঐ বালুময় সৈকতে,
ডিঙি নৌকায় দেবো পাড়ি
তুমি আমি দ্বৈরথে!
দূর সাগরে ভাসবো দু'জন
ঢেউয়ের তালে তালে,
চিকিমিকি রোদের ঝলক
পড়বে তোমার গালে।
চপল ঠোঁটে মিষ্টি রোদে
দৃষ্টি আমার কাড়ে,
চোখধাঁধানো রূপ যে আমি
দেখি চেয়ে আড়ে।
সেথায় কেবল তুমি আমি
ছোট্ট ডিঙি নায়,
গাঙচিলেরা গুনগুনিয়ে
বাঁশির সুরে গায়!
জোয়ার-ভাটা আঁছড়ে পড়ে
দু'টি মনের মাঝে,
নোনা জলের তপ্ত পরশ
লাগে দেহের ভাঁজে।
ঢেউয়ের তালে ভেসে দুজন
তীরে ভিড়াই তরী,
ঝিনুক, শামুক, শঙ্খ দিয়ে
সোনার সংসার গড়ি।
তারিখঃ ১৫/০৯/২০২০:১২ঃ২১এএম
সোনার সংসার, চট্টগ্রাম, স্বপ্নের বাংলাদেশ।