সোনার ধান

দিগন্ত জুড়ে সোনালী ধান
নাচিয়া উঠিলো কৃষাণ প্রাণ,
দখিণা বাতাসে দেয় দোলা
মোহিত কৃষকের মন ভোলা।

দল-বল নিয়ে চলে মাঠে
দু’চোখে রঙিন স্বপ্ন আঁটে,
সোনার ধান আনিবে ঘরে
রাখিবে যতনে গোলা ভরে!

কৃষাণ-কৃষাণী পরম সুখে
আনন্দে রবে যাতনা রুখে,
হেমন্ত আসিবে পল্লী গাঁয়ে
দুঃখ পালাবে তড়িৎ পায়ে।

সোনার ধানের গন্ধে ভেসে
নবান্ন আসিলো অবশেষে,
বৃক্ষ-শাখে কোকিলের গান
কৃষকের ঘরে খুশির বান!

তারিখঃ ১১ মে ২০২২ঃ০১ঃ৪১পিএম
সোনার ধান, কৃষকের স্বপ্ন।