সহাবস্থান

মোঃ মোস্তাফিজুর রহমান

মসজিদে হোক আযান ধ্বনি
মন্দিরে বাজুক ঘন্টা,
নির্বিঘ্নে চলুক মুসলিম-হিন্দু
আনন্দে কাটুক ক্ষণটা।

মুসলিম-হিন্দু সহাবস্থান চাই
চাই'না কোন হিংস্রতা,
কারও গৃহে চাই'না আঘাত
চাই'না হীন ক্ষিপ্রতা।

সোনার বাংলা হোক শান্ত
সবাই থাকুক শান্তিতে,
বাংলাকে গড়ি নতুনরূপে
না থেকে আর ভ্রান্তিতে।

মুসলিম-হিন্দু ফারাক বিন্দু
সৃষ্টিকূলের শ্রেষ্ঠ জাত,
মানুষ তুমি নয়'তো পশু
তুমি সেরা মাখলুকাত!

তারিখঃ ১৮ অক্টোবর ২০২১ঃ১০ঃ১০পিএম
সহাবস্থান, স্বপ্নের বাংলাদেশ।