শ্রমিক বন্দনা
    
    মো. মোস্তাফিজুর রহমান

শ্রমিক কি ঐ জনতা?
অবহেলা যার জোটে,
পায় না কোথাও একটু মায়া
খায় না ভালো মোটে।

শ্রমিক কি ঐ জনতা?
কড়া পড়ে যার হাতে,
না খেয়ে থাকে কষ্ট করে
তবু না হাত পাতে।

শ্রমিক কি ঐ জনতা?
কাজের বোঝাটা যার,
কাজ শেষ হলে দূরে ঠেলো
খবর রাখো না তার।

শ্রমিক কি ঐ জনতা?
যার শ্রমে দেশ মাটি,
দালান-কোঠা অট্টালিকায়
হচ্ছে সোনার ঘাঁটি।

শ্রমিক কি ঐ জনতা?
যে চায় দু'মুঠো ভাত,
যারই জন্য খাটে সে বেচারা
ভোর হতে দিনরাত।

শ্রমিক কি ঐ জনতা?
যাকে তুমি মা'র লাথি,
অথচ সে গড়ায় সভ্যতা
তিল তিল করে গাঁথি।

সময় এখন ঋণ শোধ
বন্দনা করো তারই,
কাজ শেষে যেনো? ঐ শ্রমিক
হাসি মুখে ফিরে বাড়ি।

তারিখঃ ০১ মে ২০২৪ঃঃ০৩:৫৯পিএম
শ্রমিক বন্দনা, মনপুরা, ভোলা।