শীতে শিশুর যত্ন

মোঃ মোস্তাফিজুর রহমান

শিশুর যত্ন নাও এ শীতে
মনকে ভরাও ছন্দ-গীতে,
ঠান্ডা খাবার বর্জন করো
উষ্ণ পোশাক গায়ে ধরো।

মালিশ করো তৈল-লোশন
নির্মল রাখো শিশুর বসন,
সকাল-সন্ধ্যা সকল ক্ষণে
শিশুর ভাবনা রেখো মনে।

গোসল করাও গরম জলে
বিশেষ করে শীত অঞ্চলে,
তা-না করলে নানান রোগে
আঁকড়ে ধরবে এ দূর্যোগে।

শীত ও তুষার পতন দেখে
শিশুকে গড়ো যত্নে রেখে,
হাঁচি-কাশি-নিউমোনিয়ায়
শীতের দিনে বেশি ভোগায়।

তাই তো শীতে প্রতি মায়ের
নিজ ও নবজাতক গায়ের,
খেয়াল রাখা জরুরি কাজ
যদি গো চাও শিশুর তাজ!

তারিখঃ ১১ নভেম্বর ২০২১ঃ১১ঃ৪৭পিএম
শীতে শিশুর যত্ন, স্বপ্নের ভাবনা।