শান্তির নীড়

মোঃ মোস্তাফিজুর রহমান

সমাজটা হোক শান্তির নীড়
    ভেদাভেদ যাক থেমে,
মহৎ হৃদয় জেগে উঠুক
    সম্প্রীতি আসুক নেমে।

মানবতা ঢেউ তুলুক আজ
    অশান্ত এই ধরায়,
হিংস্রতা না যেন নামে
    আগ্রাসী কোনো খরায়।

শান্তির নীড়ে থাকুক সবাই
    স্বর্গ-সুখ পেয়ে,
হানা-হানি ভুলে গিয়ে
    ছন্দে উঠুক গেয়ে!

ফকির-মিসকিন, গোলাম-মনিব
   মিলে হবে একাকার
আলোকিত হবে শুন্য হৃদয়
   রাঙবে বিশ্বসম্ভার।

স্বর্গ এসে দাঁড়াবে দুয়ারে
   সমারোহের বিশালতায়,
জ্যোৎস্নার চাঁদ জ্যোতি ছড়াবে
   অমানিশা নিবে বিদায়!

হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান
    সকলে মোরা ভাই,
প্রতি-হিংসার দাসত্বে যেন
    দু'কূল না হারাই।

নিখিল বিশ্বে বিরাজ করুক
    সাজ-সাজ রব,
কুৎসার আঁধারে শান্তি নামুক
   দূরীভূত হোক বিভব।

তারিখঃ ০৫/০৬/২০২০