শব-ই-বরাত

মোঃ মোস্তাফিজুর রহমান

শব-ই-বরাত হালখাতা
প্রভুর দানে ভরা,
সারাবছর চলে তাতে
আসে না'কো খরা।

চাহে বান্দা রবের কাছে
তুলে দু'টি হাত,
ইবাদত ও বন্দেগিতে
কাটায় সারারাত।

অভাব অনটন দূর করে
শান্তি-সুখে রাখো,
নীরোগ দেহে বাঁচি যেন
সদা পাশে থাকো।

উত্তম রিজিক দিও প্রভূ
আমার হাতে তুলে,
তোমার নাম জপতে দিও
রাখিও না ভুলে।

দানের হাতটি সচল আমার
রেখো সারাক্ষণ,
গরীব-দুখীর পাশে সদা
থাকতে করি পণ।

তারিখঃ ২৯ মার্চ ২০২১ঃ০৮ঃ৪৩পিএম
শব-ই-বরাত, স্বপ্নের বাংলাদেশ।