সেলফি
মোঃ মোস্তাফিজুর রহমান
মুঠোফোনে সেলফি তুলি
নিজকে দেখার ছলে,
ক্যামেরার চোখে তাকিয়ে থাকি
নিজের চোখকে ভুলে।
হরহামেশাই দৃশ্য পেলে
দু-চোখ মেলে দেখি,
অতৃপ্ত মনে স্বাদ না পেলে
ফোনে সেলফি আঁকি।
পাহাড়-পর্বত, নদী-নালা
সাগরের নীল ঢেউ,
নিত্য মোরা দেখি সবাই
বাদ পরি না কেউ।
নানা দৃশ্যের ঝলকানিতে
বিমোহিত হই,
দেখার স্বাদটি ধরে রাখতে
সেলফি তুলে লই।
প্রতিদিনই দু-নয়নে
যা দেখতে পাই,
মন মন্দিরের স্মৃতি ডোরে
সেলফি এঁকে যাই।
নানা দৃশ্য এ ধরাতে
যতটুকু দেখিতে পাই,
বিশালতার মহাসিন্দে যেন
জলবিন্দু সম তাই!
সেলফি করে যাই বা রাখি
মননের-ই মাঝে,
পথভ্রষ্ট হলে তাহা
না আসিবে কাজে।
সেলফি করো নিজের পরশ
আচার আনাচার,
তোমার ভুলের যত স্মৃতি
বিচার করো তার।
তারিখঃ ৩০ জানুয়ারি ২০২০