সৈনিক

মোঃ মোস্তাফিজুর রহমান

সৈনিক আমি লড়তে শিখেছি
দেশমাতৃকার তরে,
সৈনিক আমি রক্ত-ঘামে
দেশকে তুলবো গড়ে।

সৈনিক আমি ঝাঁপিয়ে পড়ি
ঝড়-ঝঞ্ঝার রাতে,
সৈনিক আমি পিছু হটি' না
শত্রুর শত ঘাতে।

সৈনিক আমি বিচরণ করি
দূর্গম দূরন্ত পথে,
সৈনিক আমি দৌড়ে চলি
ক্ষিপ্র গতির রথে।

সৈনিক আমি নদী-সমুদ্রে
ভাসাই রণের ভেলা,
সৈনিক আমি সদা প্রস্তুত
খেলতে মুক্তির খেলা।

সৈনিক আমি শত্রুর যম
কাঁপিয়ে তুলি ভিত,
সৈনিক আমি দেশ-রক্ষক
বিজয়ের ইঙ্গিত।

সৈনিক আমি দেশরক্ষায়
জীবন দিতে রাজি,
সৈনিক আমি শত্রুর বুলেটে
শহিদ কিংবা গাজি!

তারিখঃ ০৮ অক্টোবর ২০২১ঃ০২ঃ৫৬পিএম
সৈনিক,  স্বপ্নের বাংলাদেশ।