স্বাধীনতা
মোঃ মোস্তাফিজুর রহমান
স্বাধীনতা স্বাধীনতা
চাই আমরা সবে,
বন্দিদশা চিরকালই
স্বাধীন ছিলাম কবে!
তোমার আমার সবার জীবন
এক গন্ডিতে বাঁধা,
তাই তো বলি স্বাধীনতা
আস্ত গোলকধাঁধা!
স্বাধীন হলে তোমার আমার
থাকতো না তো ভয়,
সব বাঁধাকে উপড়ে ফেলে
ছিনিয়ে আনতাম জয়!
তারিখঃ ২৫ মে ২০২১ঃ০১ঃ২৭পিএম
স্বাধীনতা, স্বপ্নের বাংলাদেশ।