স্বাধীনতা
মোঃ মোস্তাফিজুর রহমান
স্বাধীনতা আসেনি বাংলায়
ঘাম রক্ত বিনে,
লাখ শহিদের রক্তের দামে
স্বাধীনতা এনেছি কিনে।
দুই লক্ষ মা-বোনের ঐ
সম্ভ্রম আছে মিশে,
স্বাধীন ভূমির অগ্নিসত্তা
কলুষিত আজ কিসে?
তারিখঃ ২১ মার্চ ২০২১ঃ০৮ঃ১৭পিএম
স্বাধীনতা, স্বপ্নের বাংলাদেশ।