রূপের রানি

মোঃ মোস্তাফিজুর রহমান

রূপের রানি সোনার খনি
আমার বাংলাদেশ,
রূপের নেশায় বিমোহিত
মিটে ক্লান্তি রেশ!

মনজুড়ানো সবুজ মাঠে
সোনার ফসল ফলে,
নানারকম মাছের খেলা
পুকুর ঝিলের জলে।

পাহাড়ঘেরা উপত্যকায়
সারি সারি গাছ,
ছড়ির মাঝে বেড়ে উঠে
সুস্বাদু সব মাছ।

নদীর বুকে ঢেউয়ের তালে
ডিঙি নৌকা দোলে,
মনু মাঝি মনের সুখে
কণ্ঠে যে সুর তোলে।

তারিখঃ ২০/১১/২০২০
রূপের রানি, স্বপ্নের বাংলাদেশ।