রাসেল সোনা
মোঃ মোস্তাফিজুর রহমান
রাসেল তুমি সবার ছোট
মায়ের চোখের মণি,
তোমায় ঘিরে ঐ বাড়িটি
হতো সুখের খনি!
নিঝুম রাতে আঘাত হানে
ঘাতক ও বেইমান,
সবার সাথে কেড়ে নিছে
তোঁমার কচি প্রাণ।
অক্ষয় তুমি অমর তুমি
বাংলা মায়ের কোলে,
ভোরের পবন বৃক্ষশাখে
রাসেল হয়ে দোলে!
রাসেল তুমি মিশে আছো
সোনার বাংলা জুড়ে,
জন্মদিনে জুঁই চামেলি
তোঁমার হৃদয়জুড়ে!
তারিখঃ ১৮/১০/২০২০
রাসেল সোনা, স্বপ্নের বাংলাদেশ।