রাকিন-মাশফি
মোঃ মোস্তাফিজুর রহমান
আমার দুটি লক্ষ্মীসোনা
রাকিন-মাশফি ধন,
ঘর-দোর মাতিয়ে তারা
খেলে সারাক্ষণ।
মাশফি যেন রত্নসম্ভার
রাকিন চঞ্চলমতি,
নিত্যদিনই তাদের সাথে
মিলে প্রজাপতি।
মাশফি শুধাই, প্রজাপতি
কোথায় তোমার বাড়ি?
আজ যদি না খেলতে আসো
তোমার সাথে আড়ি।
প্রজাপতি ডানা মেলে
বলে মাশফি দাঁড়াও,
ফুল-পাখিরা ডাকে আমায়
খেলতে আসবে তারাও।
ফুল-পাখি ও প্রজাপতি
খানিক পরেই আসে,
রাকিন-মাশফি খেলাচ্ছলে
প্রাণানন্দে ভাসে!
তারিখঃ ১৮ সেপ্টেম্বর ২০২১ঃ১২ঃ৪০পিএম
রাকিন-মাশফি, স্বপ্নের আবাস।