পুড়ে হলো ছাই

মোঃ মোস্তাফিজুর রহমান

সেজান জুসের ফ্যাক্টরীতে
অগ্নি দুর্ঘটনায়,
অর্ধশত তাজা প্রাণ
পুড়ে হলো ছাই।

কলকারখানায় থাকা চাই
শ্রমিক নিরাপত্তা,
শ্রমিক পুড়ে ভস্ম হলে
তুমিও অধম কর্তা।

যাদের শ্রমে ঘুরে দেশের
অর্থনীতির চাকা,
তাঁর জীবনের পরিণতি
অগ্নিকুণ্ডে আঁকা!

জুসপানে কি পড়বে মনে?
ওরে কমবখত,
এই জুসেতে'ই আছে মিশে
শ্রমিক ভাইয়ের রক্ত।

শহীদ ওরা ওদের ব্যথায়
পুড়ে সদায় মন,
ওদের জন্য করতে কিছু
হোক জাতির পণ।

তারিখঃ ১০ জুলাই ২০২১ঃ০২ঃ৩৯ পিএম
পুড়ে হলো ছাই, স্বপ্নের বাংলাদেশ চাই।