প্রশ্ন (রম্য কবিতা)

মোঃ মোস্তাফিজুর  রহমান

জ্ঞানপিপাসু নাতি শুধায়
শোন রে ওগো দাদু,
লাউয়ের মত দেখতে কদু
খেতে ভারি স্বাদু।

বিশ-টাকাতে কলার হালি
এতেও বাড়াবাড়ি,
কুড়ি টাকা বললে লোকে
বেচতে ক্যামনে পারি?

মায়ের ভাইকে মামা বলে
আমরা সবাই ডাকি,
দূর আকাশের মিষ্টি চাঁদটি
মামা আমার নাকি?

পক্ষীকূলে ডিমের বাহার
বংশধারার ভেলকি,
বলো দেখি দাদু তুমি
ঘোড়ার ডিমটি যে কী?

পালতোলা ঐ ডিঙি নৌকা
জলে ক্যামনে ভাসে,
নীল আকাশে মস্ত বিমান
উড়ে ক্যামনে আসে?

রাতটি কেন চাঁদ শোভিত
তারকা রাশি রাশি,
দিনে কেন পুব আকাশে
সূর্যি মামার হাসি?

তারিখঃ ০৮/০৬/২০২০