প্রেমের ফুল

    মোঃ মোস্তাফিজুর রহমান

দিল্লি পুড়ে, টনক নড়ে, বিশ্ব বিবেক কই।
ভ্রাতৃত্বে ধরো, প্রতিবাদ করো, হিন্দু-মুসলিম দাঙ্গা নই।

বিভেদ ভুলে, এসো চলে, গড়ি বিশ্ব মানবকূল।
মুসলিম-হিন্দু, তফাৎ বিন্দু, এক বৃন্তে দুটি ফুল।

কারবালার প্রান্তর, কুরুক্ষেত্রের চত্ত্বর, ছিল ভাই ভাই।
ভাইয়ের রক্ত, খুনে মত্ত, মানবিকতার খোঁজ নাই।

সবাই মিলে, মানব কূলে, চলো ফুটাই প্রেমের ফুল।

তারিখঃ ২৮/০২/২০২০