পরিবেশ দিবস
মোঃ মোস্তাফিজুর রহমান
শেরপুর,ময়মনসিংহ, বাংলাদেশ
পাঁচ'ই জুনে
ভেষজ গুণে
সাজায় পরিবেশ
ফুল ফসলে
এসো সকলে
কাটায় ক্লান্তিরেশ।
দেশটি গড়ি
সোনার তরী
সবুজে শ্যামলে
মুক্ত বাতাসে
থাকি আয়াসে
দূর্বাকমল তলে।
সবাই মিলে
বিলে ঝিলে
গাছ লাগায় শত
পুকুর ধারে
দূর বর্ডারে
সাজায় পল্লব যত।
তারিখঃ ০৫ ই জুন ২০২১ঃ০৮ঃ৪৫এম
পরিবেশ দিবস, সপ্নের বাংলাদেশ।