ফটোল্যাব
মোঃ মোস্তাফিজুর রহমান
ফটোল্যাব ধুম, কেড়ে নিলো ঘুম,
বাঙালি আজো হুজুগে নাচে।
ফেসবুক টুইটার, ইনস্টাগ্রাম মেসেঞ্জার,
হুলুস্থুল কান্ড আজ বিকৃত ধাঁচে।
ফটোল্যাব মাতামাতি, ভুলে সব রাতারাতি,
করোনা ভাইরাসে দেশটা আজ কাঁপে।
নিজের সত্ত্বা ভুলে, আছি মোরা বেখেয়ালে,
অস্তিত্ব সংকট আজ ধরিল কোন পাপে?
আয়নাতে মুখ দ্যাখো! নিজেকে তৃপ্ত রাখো,
বিধাতার গড়া দেহ রূপের বাহার।
কেন করো অবহেলা, নিজের রূপের মেলা,
ছদ্মবেশে গড়ো মিথ্যার আধার।
মানবজাতি মোরা, সৃষ্টিকূলের সেরা,
রূপে-গুণে সক্ষমতায় সবার শিরোমণি।
তবে ক্যান মরিচীকা, ফটোল্যাবে পিপীলিকা,
আশরাফুল মাখলুকাত হয়েও, গড়ছো পাপেরখনি।
তারিখঃ ১৯/০৬/২০২০
২৭-০৬-২০২০তারিখে দৈনিক আলোকিত সকাল পত্রিকায় প্রকাশিত