অপরূপ মনপুরা
--------মো. মোস্তাফিজুর রহমান
মেঘনার বুকে জাগা সৌন্দর্যে ভরা
মনখানি নেবে কাড়ি অপরূপ মনপুরা,
সাহসী মানুষগুলো মেঘনায় রোজ
জীবিকার তরে করে ইলিশের খোঁজ।
চারদিকে নদী তারে রাখিয়াছে ঘিরে
সন্ধ্যায় গরু-মহিষ নিজ গৃহে ফিরে,
পাতাচর কেওড়াবন হরিণের আবাস
মনপুরাবাসীর মনে শান্তি বারোমাস।
পারাপার বাহন তাদের সী-ট্রাক শুধু
মেঘনার জলরাশি চারদিকে ধু-ধু,
তজুমদ্দি চরফ্যাশন নিকটে যে তার
মনপুরার ব্যথা যেন শুধুই মনপুরার।
কলাতলী উত্তর ও দক্ষিণ সাকুচিয়া
উপজেলা মনপুরা হাজিরহাট নিয়া,
জনতা বাজার আছে দক্ষিণের দিকে
দক্ষিণা সি-বীচটি ঢেউ এ আছে টিকে।
সারি-সারি গাছপালা দুই-তীরে আঁটা
মেঘনায় দেখা মিলে জোয়ার ও ভাটা,
মাছধরা লঞ্চগুলো ঘাটে-ঘাটে বাঁধা
আহরিত ইলিশে মেশা শত হাসি-কাঁদা।
আগ্রাসী মেঘনার হঠাৎ অশান্ত রূপে
নৌকা ও জেলেদের একগ্রাসে লুপে,
সুখ-শান্তি- উল্লাস মুহূর্তে যায় চুকে,
হাহাকার নেমে আসে মনপুরার বুকে।
সিডর রেমাল ও দানা আঁছড়ে পড়ে
টিকে আছে মনপুরা মাথা উঁচু করে,
রামনেওয়াজ হাজিরহাট প্রবেশদ্বার
জীবন জীবিকা সবই এই পথে পার।
তারিখঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ঃঃ০৩:২৫এএম
মনপুরা ডায়েরি, মনপুরা।