নীল নকশা

মোঃ মোস্তাফিজুর রহমান

বাংলা মায়ের প্রাণভ্রমরা
বুদ্ধিজীবী সন্তান,
রক্তক্ষয়ী যুদ্ধ জয়ে
দিতে হলো বলিদান।

নয় মাসের যুদ্ধে যখন
দিশেহারা পাকি হায়েনা,
প্রতিহিংসার ঘৃণ্য আস্ফালনে
বুদ্ধিবৃত্তিতে দিলো হানা।

ঘাতকের দল যেদিন বুঝিলো
পরাজয় নিশ্চিত,
নীল নকশা আঁকি'ল সেদিন
ধ্বংস করিতে ভিত।

লেখক শিল্পী স্থপতি গবেষক
বাদ যায়নি কেহ,
হায়েনার দল করেছে হত্যা
নিখোঁজ তাদের দেহ।

উর্বর বাংলা পরিণত হলো
মেধাশূন্য  জাতি,
মরণকামড়ে হায়েনার দল
করলো অনেক ক্ষতি।

পরিশেষে এলো বিজয়ের ক্ষণ
বাতাসে জয়ধ্বনি,
জীবন বিলিয়ে আনলো স্বাধীনতা
আমরা হলাম ঋণী।



তারিখঃ ১৪ ডিসেম্বর ২০১৯