নিভৃত মন
মো. মোস্তাফিজুর রহমান
শহর থেকে একটু দূরে
নিভৃত এক গাঁয়ে,
নিরহংকার মনে যাও এগিয়ে
হেঁটে শান্ত পায়ে।
ভুলে যাও সব ঘৃণ্য ঝঞ্জাট
লালিত স্বপ্নের আশে,
যদিও দেখো নেই তো কেহ
তোমার পথের পাশে।
তবুও চলো আপন মনে
সবুজে ভরতে মাঠ,
নব পথিক পথিকৃৎ ভেবে
তোমাকে করিবে পাঠ।
তারিখঃ ২৯ ফেব্রুয়ারি ২০২৪::০১ঃ০৯
নিভৃত মন, শেরপুর।