নাতে রাসুল (সাঃ)
মোঃ মোস্তাফিজুর রহমান
যে নবীজীর নামে আজি
বিশ্ব মাতোয়ারা,
কোন সাহসে ব্যঙ্গ করিস
তুই যে দিশেহারা।
মনের চোখে দেখ না চেয়ে
ওরে গাফেল তোরা।।
ধৈর্যে ছিলেন অসীম নবী
চেহারাতে নু---রের ছবি,
যার চরিত্রে আলোকিত
জরাজীর্ণ ধরা।।
সময় থাকতে ওরে বেইমান
কালেমা পড়ে আন রে--- ঈমান।
নইলে যে তুই টের পাবি রে
পরিলে হাতকড়া।।
আজ যাঁরে তুই ব্যঙ্গ করলি
সে যে শাফায়াতের কান্ডারি,
পেয়ারা নবীজী আমার
জগতে আলোর দিশারি।
তাই তো বলি ওরে শয়তান
তওবা পড়ে আনরে ঈমান।
না হলে তুই যাবি দোযখে
ওরে ঘুণে ধ---রা।।
তারিখঃ ২৯/১০/২০২০
নাতে রাসুল(সাঃ), স্বপ্নের বাংলাদেশ।