মুজিব অমর
মোঃ মোস্তাফিজুর রহমান
সতের মার্চ এলো খোকা
টুঙ্গিপাড়া গাঁয়ে,
স্বপ্নের বীজ হলো বুনা
দেখলো বাংলা মায়ে।
খোকা থেকে ধীরেধীরে
মুজিব হয়ে ওঠা,
স্বাধীনতার রং তুলিতে
গড়লো চিলেকোঠা।
ভাষা-আন্দোলন, ছয়-দফা
গণ-অভ্যুত্থানের,
সাত-মার্চের অগ্নি-বাণী
জোয়ার তুলে প্রাণের!
বীর সেনানী অস্ত্র হাতে
যুদ্ধে দিলো ঝাঁপ,
হায়েনার দল টের পেলো
দেখলো বাংলার তাপ!
মুজিব তুমি চির অমর
তুমি বাংলার প্রাণ,
সোনার বাংলা গড়ে তুলে
রাখবো তোমার মান।
তারিখঃ ১৭ মার্চ ২০২১ঃ১২ঃ০১এএম
মুজিব অমর, স্বপ্নের বাংলাদেশ।