মনের আয়না

মোঃ মোস্তাফিজুর রহমান

চক্ষু যেন মনের আয়না
দুঃখ আগলে রাখে
মাঝে-মাঝে ঝরঝরিয়ে
নোনাজলও মাখে
পাপড়ির শাখে-শাখে।

পাহাড়সম ব্যথা যেন
চক্ষু করে গোপন
মন কেঁদে যে পাগলপারা
অনল বৃক্ষ রোপন
চোখে তাহাও লোপন।

তারিখঃ ১৫ আগষ্ট ২০২১ঃ১০ঃ৫৩পিএম
মনের আয়না, স্বপ্নের বাংলাদেশ।