মন ময়ূর

মোঃ মোস্তাফিজুর রহমান

বনের ময়ূর পেখম মেলে
নৃত্যতে বিভোর,
মনের ময়ূর মেলে পেখম
উড়ে বহুদূর।

রঙিন পাখায় ভর করিয়া
স্বপ্নবুনে চলে,
উড়াউড়ি থামবে একদিন
রাসুল গেছেন বলে।

ধরা দিতে হবে ময়ূর
বিচারেরও দিনে,
রক্ষা তুমি পাবে না'কো
নেক আমল বিনে।

সময় থাকতে হুশিয়ার হও
ওরে মনের ময়ূর,
প্রভুর ডাকে ঠিকই একদিন
যাবে তুমি নাইওর।

তারিখঃ ১২/০৮/২০২০
মন ময়ূর, স্বপ্নের বাংলাদেশ।