মহাপুরুষ অবিনশ্বর

মোঃ মোস্তাফিজুর রহমান

ঘনিয়ে এলো মহা-অমানিশা
বিচলিত হইও না কভু,
দৃঢ় চিত্তে বিশ্বাস রাখো
বিজয় দিবেন প্রভূ!

মতপ্রকাশের নামে আজ
বিশ্বজুড়ে ভণ্ডামি।
নিক্ষিপ্ত হবে আস্তাকুঁড়ে
ধর্মান্ধতার গোঁড়ামি!

পর-ধর্মে সহিষ্ণু হও
করো স্রষ্টার  প্রার্থনা,
অন্ধের মত করছো কেন?
মহাপুরুষের অবমাননা।

ক্ষমতার দাপট ক্ষণস্থায়ী
ইতিহাস কথা বলে,
মহাপুরুষেরা অবিনশ্বর
আপন আলোতে জ্বলে!

তারিখঃ ২৫/১০/২০২০ঃ৩ঃ৫৯
মহাপুরুষ অবিনশ্বর, স্বপ্নের বাংলাদেশ।