মধুমাস

মোঃ মোস্তাফিজুর রহমান

মধুমাসে আম পেকেছে
গাঁয়ের গাছে গাছে,
তাই না দেখে খোকা খুকি
আনন্দেতে নাচে।

ফলফলাদি পিঠাপুলির
কোন কমতি নাই রে,
দাদু বলে আয় রে খুকি
জামাই বাড়ি যাই রে।

জামাই বাড়ি মজা হবে
নাতি নাতনির সাথে,
মৌ কলিদের দেখবো খেলা
হাত যে রেখে হাতে।

পাকা জামে লাল হবে
তোদের দু'টো ঠোঁট,
হুলো মৌ যে আঁকবে চুমু
গালে দিয়ে চোট।

ফুলপাখিদের গুঞ্জনেতে
মন যে ভরবে সবার,
এক নিমিষে হারিয়ে যাবো
ছেলেবেলা এবার!

তারিখঃ ২০ মে ২০২১ঃ ০৪ঃ২৯পিএম
মধুমাস, স্বপ্নের বাংলাদেশ।