মেঘ

মো. মোস্তাফিজুর রহমান

সাগর থেকে বাষ্প হয়ে
মেঘ জমে হয় বৃষ্টি,
দূর আকাশে পাল উড়িয়ে
তাক যে লাগায় দৃষ্টি!

ছন্দে ছন্দে ঘুরে বেড়ায়
হাওয়ার তালে ভেসে,
সংঘর্ষ হলেই দেখি
দেয় যে মুচকি হেসে।

কড়মড়িয়ে ভেংচি কাটে
দাঁত দেখায় দু'পাটি,
সড়াৎ করে আসে নেমে
বিদীর্ণ করে মাটি!

এরই মাঝে হয় যে শুরু
রহমতের ধারা,
সবুজবীথি তাকে পেয়ে
করে নাড়াচাড়া।

শান্ত হয় প্রকৃতি আর
শান্ত হয় মন,
ভালো-মন্দে যায় যে কেটে
সুমধুর সেই ক্ষণ।

তারিখঃ ২১ এপ্রিল ২০২৪ঃঃ০৪:৫৮ পিএম
মেঘ, মনপুরা, ভোলা।
মনপুরা ডায়েরি।