মায়ের মেহেদি প্রীতি
মোঃ মোস্তাফিজুর রহমান
মায়ের হাতে মেহেদি রঙ
দেখতে দারুণ লাগে,
তাইতো মা'য়ে প্রতি ঈদে
মেহেদি চায় আগে।
দু-হাত জুড়ে লতা-পাতা
কত কী যে আঁকে,
ছোট্ট হাতে বয় যে আবার
নদী বাঁকে বাঁকে।
ফুল বাগানের ফুল যে ফুটে
মেহেদির ঐ ছোঁয়ায়,
রক্ত জবা দেই উঁকি দেয়
শান্ত জলের ধুয়ায়।
মায়ের মনটা ভরে উঠে
মেহেদি রঙ মেখে,
ঈদটা তখন কাটে যে বেশ
রঙের ছটা দেখে।
তারিখঃ ১৬ জুলাই ২০২২ঃ০২ঃ৫৭পিএম
মায়ের মেহেদি প্রীতি, সাজসজ্জা।