মায়ের হাতের পিঠা
মোঃ মোস্তাফিজুর রহমান
মায়ের হাতে গরম পিঠা
খেতে ভারি স্বাদ,
শীত সকালে পিঠার মাঝে
পেতাম আহ্লাদ!
হরেক রকম পিঠাপুলি
হতো প্রতি শীতে,
মনে হতো শীতের সকাল
পিঠাপুলির মিতে।
গরম গরম ভাঁপা পিঠা
রোজ সকালে খেতাম,
শীতের মাঝে ভাঁপা পিঠায়
গরম পরশ পেতাম!
তালের পিঠা মণ্ডা মিঠা
দুধ চিতই সেরা,
তেলে ভাজা পিঠা যেন
মায়ের মায়া ঘেরা।
তারিখঃ ২৩/১১/২০২০ঃ৬ঃ০৪পিএম
মায়ের হাতের পিঠা, স্বপ্নের বাংলাদেশ।