মামা বাড়ি
মো. মোস্তাফিজুর রহমান
আমাদের মামা বাড়ি
ঐ যে দূর গাঁ'য়ে,
গিয়েছি শিশুকালে
কচি দু'টি পা'য়ে।
মাটির পরশ লেগে
মন যেতো ভরে,
খানিকটা পথ যেতাম
মা'র হাত ধরে।
স্রোতস্বিনী ব্রহ্মপুত্র
পার হতাম না'য়ে,
জড়িয়ে আঁচল তলে
ধরে রাখতো মা'য়ে।
জেলে নৌকা মাছ ধরে
ভিড়তো যে পাড়ে,
দূর থেকে পথচারী
দেখতো তা আড়ে।
ধূলি খা-খা বালু চরে
হতো চিনাবাদাম,
ডিঙি সাম্পান দেখে
ভারি খুশি হতাম।
চলতো রাখাল ছেলে
নিয়ে গরু পাল,
মাঝিমাল্লার গানে ছিল
ভাটিয়ালি তাল।
মামা বাড়ি পৌঁছে তবু
ক্লান্তি-রেশ নাই,
নানা-নানু দেখে বলতো
কেমন আছো ভাই।
তারিখঃ ১৪ জানুয়ারি ২০২৩ঃঃ১১ঃ০২ পিএম
মামা বাড়ি, শৈশব স্মৃতি।