মা

মোঃ মোস্তাফিজুর  রহমান

দু-হাত তুলে মোনাজাত করি
দয়ালু প্রভুর তরে
জান্নাত নসীব করো তুমি
মা জননীর গোরে।

জনম দুঃখী মাকে তুমি
নিয়েছো যে কেড়ে
তোমার কাছে আর্জি জানাই
রেখ যতন করে।

জান্নাতুল ফেরদৌসের স্বাচ্ছন্দ্য
দিও তুমি মাকে
পুলসিরাতও পার করাই ও
চোখেরই পলকে।

রোজ-হাশরের আমল নামা
ডান হাতে দিও
বিনা হিসেবে বেহেশতে তুমি
আমার মাকে নিও।

মায়ের যদি অসুখ হতো
দুনিয়ায় বেঁচে থাকতে
কস্ট পেতাম অনেক আমি
থাকতাম দুঃশ্চিতাতে।

মাগো তুমি ভালো থাকো
জান্নাতেরই নীড়ে
কখনো আর পাবোনা তোমায়
এই দুনিয়ায় ভীড়ে।

দেখা হবে জান্নাতেতে
এই মিনতি করি
এই দুনিয়া ছেড়ে যেদিন
যাবো আমি মরি।

তারিখঃ ০৮/০৫/২০২০

১৬-০৫-২০২০ তারিখে দৈনিক আলোকিত সকাল পত্রিকায় প্রকাশিত