কিসের ঈদ

মোঃ মোস্তাফিজুর রহমান


ঈদের খুশি ঘরে বাইরে
নেই তো এবার ভাই,
কর্ম বিহীন শ্রমিক-মজুর
ক্ষুধাতে কাৎরাই।

ঘরে তাদের নেই যে খাবার
চোখেতে নেই নিদ,
জীবনটা আজ ওষ্ঠাগত
তাদের কিসের ঈদ?

তারিখঃ ০৮ মে ২০২১ঃ১২ঃ৪১পিএম
কিসের ঈদ, স্বপ্নের বাংলাদেশ।