খোকন সোনার বায়না
        (শিশুতোষ ছড়া)

মোঃ মোস্তাফিজুর রহমান

খোকন সোনা খেলা করে
টাট্টু ঘোড়ায় চড়ে,
পাড়ি দেবে চাঁদের দেশে
মা কাঁপে তাই ডরে।

খোকন বলে মাগো তোমার
কিসের এত ভয়,
ফিরবো আমি অতি দ্রুত
চাঁদকে করে জয়।

চাঁদে গেছে খোকন সোনা
মায়ের প্রাণে সয়না,
তাইতো খোকন এলো ফিরে
হাতে নিয়ে গয়না।

মা বলে তার ওরে সোনা
চাই না আমি কিছু,
বুকের মানিক হয়ে তুমি
থাকো আমার পিছু।

তারিখঃ ৩১/০৮/২০২০ঃ৪ঃ২৯পিএম
খোকন সোনার বায়না, স্বপ্নের বাংলাদেশ।