জাতির পিতার উত্তরসূরি

মোঃ মোস্তাফিজুর রহমান

শক্তহাতে সোনার বাংলা
করছো তুমি শাসন,
দৃঢ়তার সাথে এগিয়ে চলে
মাড়িয়ে যাচ্ছো ত্রাষণ।

মধ্যম আয়ের দেশ গড়েছো
ডিজিটাল এক-সাজে,
কৃষক-শ্রমিক, ধনী-নির্ধন
পুলকিত আজ কাজে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
তোমার হাতটি ধরে,
ক্ষুধা-তৃষ্ণার নেই হাহাকার
বাংলার কোনো ঘরে।

এসডিজিতে সাফল্য স্বরূপ
জাতিসংঘের স্বীকৃতি,
সর্বক্ষেত্রে টেকসই কাজ
দেশ-দেশান্তর বিস্তৃতি।

জাতির পিতার উত্তরসূরি
আজ তোমার জন্মদিন,
গর্বিত তুমি করলে দেশকে
সর্বত্র হলো রঙিন।

তারিখঃ ২৭ সেপ্টেম্বর ২০২১ঃ ১২ঃ১৮ এএম
জাতির পিতার উত্তরসূরি, শুভ জন্মদিন, স্বপ্নের বাংলাদেশ।