হেমন্তের আমেজ

মোঃ মোস্তাফিজুর রহমান

পাকা ধানের মৌ-মৌ গন্ধ
আকুল করে প্রাণ,
নববধূ ধান শুকায় আর
কৃষাণ ধরে গান!

ভোরের পাখির কুহু-কূজন
নাচায় মন প্রাণ,
বাউল মনের সুর-লহরি
একতারাতে তান।

পালতোলা ঐ নৌকা চলে
শান্ত-নদীর বুকে,
দু'পারেতে গ্রামবাসী
থাকে সদাই সুখে।

আকাশজুড়ে মেঘের ভেলায়
সাদা বকের ঝাঁক,
কাশবন থেকে ভেসে আসে
খেঁকশিয়ালের হাঁক।

পিঠাপুলির ধুম পড়েছে
বাংলার ঘরে ঘরে,
বৃদ্ধ দাদুর গায়ের চাদর
শীতের হাওয়ায় নড়ে।

তারিখঃ ১০/১১/২০২০১২ঃ০৪
হেমন্তের আমেজ, স্বপ্নের বাংলাদেশ।