ঘুমের দেশে
(ঘুমপাড়ানি ছড়া)

মোঃ মোস্তাফিজুর রহমান

ঘুমের দেশে পরীর বেশে
খোকন সোনা যায়,
মা যে তাহার করে আদর
হাত বুলিয়ে পা'য়।

পরীর বেশে পাখা মেলে
আকাশপানে উড়ে,
পরীরা সব জানতে পেয়ে
তাকে ঘিরে ধরে!

পরীর সাথে মিশে খোকন
মেঘের রাজ্যে ঘুরে!
মা-মণি তার খাবার নিয়ে
অপেক্ষা যে করে।

খোকন সোনা চোখটি মেলে
মা'কে দেখতে পায়,
মজার মজার খাবার পেয়ে
পেট পুরিয়ে খায়।

তারিখঃ ২৫/০৭/২০২০
শিশুর ঘুম ভাবনা, স্বপ্নের বাংলাদেশ।