ঘুমের আলাপন
                   (শিশুতোষ ছড়া)
মোঃ মোস্তাফিজুর রহমান

থাকো তুমি বাবু সোনা
চোখ বন্ধ করে,
সুখের ঘুম নেমে আসুক
মোদের ছোট্ট ঘরে।

ঘুমের মাঝে কেটে যাক
আজ মধুর রাত,
ঘুম ভাঙলে উঠে খাবে
গরম গরম ভাত!

ভাত খেয়ে বাবু তুমি
খাবে মণ্ডা মিঠে,
খেয়ে যাবে মায়ের সাথে
তোমার বিদ্যাপীঠে!

তারিখঃ ২২ নভেম্বর ২০২০ঃ১১ঃ২৭এএম
ঘুমের আলাপন, স্বপ্নের বাংলাদেশ।